তোফাজ্জল হোসেন, নরসিংদী থেকে ঃ নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রতিবাদে প্রতিপক্ষের দোকান ঘর ভাংচুর করেছে এলাকাবাসী। শিবপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন আগের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোমবার বিকালে আলিয়াবাদ গ্রামের মজিবুরের ছেলে নজরুল ইসলাম ও পাশ্ববর্তী শানখোলা গ্রামের বাছেদ মাস্টারের ছেলে মুরাদ এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে। এসময় নজরুল ইসলামের চিৎকার শুনে এলাকাবাসী ছুটেএলে মুরাদ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নজরুল ইসলামকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ওেয়ার পথে নজরুল মারা যায়।
নিহত নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পরলেএলাকার বিক্ষুব্ধ জনতা আব্দুল বাছেদ মাস্টারের দোকানে ও বাড়ির আসবাব পত্রভাংচুর ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলুরায়, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শিবুপর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.