দর্পণ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। পরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।