নাটোর প্রতিনিধি :
নাটোরে গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদরাসা উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সদর উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। এর আগে হেলিপ্যাড মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে মহারাজা জেএন স্কুৃল এন্ড কলেজ, কাবাডিতে ধরাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও সাঁতারের ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ওই চারটি বিষয়ে নাটোর সদর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।