মোঃ লিটন হোসেন লিমনঃ নাটোর প্রতিনিধিঃ
নাটোরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়েছে। নাটোর কানাইখালী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়াজ ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সাইফুল্লাহ্ আল্ মামুন, বীর প্রতীক মোঃ সোলায়মান আলী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, নাটোর জজ কোটের্র পিপি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেসার সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান ও আব্দুর রউফ। এতে নাটোর সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়।