দর্পণ ডেস্ক :  ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশরপুর গ্রামে শুক্রবার রাতে। পরে রোববার জটিল অস্ত্রোপচার করে খাদ্যনালি থেকে দুটি সুই বের করেন মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকেরা।

ওষুধ খেতে গিয়ে কাপড় সেলাইয়ের ৪টি সুই গিলে ফেলেন এক নারী। তার নাম নিলুফা বিবি। এর মধ্যে একটি সুই গালে এবং অপর তিনটি আটকে যায় খাদ্যনালিতে।

সাতজন চিকিৎসকের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নারীর গলা থেকে ওই দুটি সুই বের করেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিলুফা বিবি বাড়িতে সেলাইয়ের কাজ করেন। শুক্রবার রাতে লোডশেডিং হয়ে যাওয়ায় অন্ধকারে ওষুধ খেতে যান তিনি। কিন্তু ওষুধের বদলে ভুল করে সেলাই করার চারটি সুই পানি দিয়ে খেয়ে ফেলেন তিনি।

একটি সুই গালে আটকে যায়। বাকি তিনটি খাদ্যনালি পর্যন্ত চলে যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট হলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা মালদহ মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মালদহ মেডিকেলের চিকিৎসক পার্থপ্রতিম মণ্ডল ও শিশির সমাদ্দারের নেতৃত্বে সাত জনের একটি মেডিকেল টিম গঠন করা হয়।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিএআরএম পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয় নারীর। প্রায় এক ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে শ্বাসনালি থেকে বের করা হয় দুটি সুই। এখনো একটি সুই ভেতরের মাংসপেশিতে আটকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই বলে জানান তারা। বর্তমানে ওই নারী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সূত্র: এবেলা