দর্পণ ডেস্ক : সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন থেকেই হার্টের সমস্যাসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে, তুমি হারিয়েও যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ঢোল’, ‘দেহ মাদল’সহ অসংখ্য গানের সুরস্রষ্টা বাসুদেব ঘোষ।

তিনি দেশত্বাবোধক গান ১০০০টি করার ঘোষণা দিয়েছিলেন। যার মধ্যে ৯০০টি গান রেকর্ড করেন। বাকি ১০০ গান হলেই তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে যান এই গুণী সঙ্গীত পরিচালক।