গোর খোদক আবুল হোসেন গাজী- ছবি: ডেইলি বাংলাদেশ

আজ থেকে আর কেউ খুঁজবে না গোর-খোদক আবুল হোসেন গাজীকে। বৃহস্পতিবার বিকেলে কবর খুঁড়তে খুঁড়তেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহজাহান হাওলাদারের মৃত্যু হয়। বিকেলে তার জন্য পুরাতন গোরস্থানে কবর খুঁড়ছিলেন আবুল হোসেন গাজী। ঐ সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজের খোঁড়া কবরেই অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার জুমা নামাজের পর ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পুরাতন পৌর গোরস্থানেই দাফন করা হয়েছে আবুল হোসেন গাজীকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর, তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্টজনরা শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।