শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলামদের সাফল্য সেখানেই যে তারা মাঠে নামতে পেরেছেন। তার এ বক্তব্য থেকে নির্বাচনে জয় লাভ করা তাদের কতটুকু উদ্দেশ্য, এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। সুতরাং, নির্বাচন নিয়ে বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করছে, এগুলো গৎবাধা অভিযোগ। সব সময় তারা এগুলো করে আসছে।
তিনি বলেন, প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনি প্রচারের সময় তারা উপস্থাপন করেছিল। মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে।আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় স্থানীয় নির্বাচনের দিকে তাকাই, সেই বিচারে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশ ছিলো।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনি দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক আহত হওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। সেটি কেন হয়েছে, কীভাবে হয়েছে-নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।কোনো সাংবাদিক নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া বা বাধাগ্রস্থ হওয়া কোনোভাবে সমীচীন নয়, আমরা সেটা সমর্থন করি না।
তিনি বলেন, শীতের সকাল ৮টা অনেক সকাল।আর একইসঙ্গে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা বন্ধের আমেজ থাকে। সেই পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বেড়েছে।