অনলাইন ডেস্ক :  স্বামী অঙ্গদ বেদির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন নেহা। সেখানে নেহা জানান, শিগগিরই মা হচ্ছেন তিনি।

এছাড়া ল্যাকমে ফ্যাশন উইকে সাংবাদিকদের সামনে এসেও জানালেন সেই কথা। ডিজাইনার পায়েল সিংঘলের নকশা করা লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চে হেঁটেছেন এই বলিউড সুন্দরী। আর নেহার সঙ্গে অঙ্গদও পায়েলের নকশা করা শেরওয়ানি পরে র‌্যাম্পে আসেন।

র‌্যাম্পে এই বলিউড দম্পতির সঙ্গে আরও একজন তাদের তালে তাল মিলিয়েছে। আর সে নেহার গর্ভে বেড়ে ওঠা খুদেটি।

নেহা তার বিয়ে থেকে মাতৃত্ব, সব বিষয় নিয়ে নানা চমক দিয়েছেন। মাত্র তিন মাস আগে অঙ্গদ ও নেহা গুরুদুয়ারাতে বিয়ে করেছেন। কাজলের সঙ্গে নেহাকে ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে দেখা যাবে। আর অঙ্গদকে সর্বশেষ ‘সুরমা’ ছবিতে দেখা গেছে।