দর্পণ ডেস্ক : এর আগে চার কন্যার বাবা ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এবার তার ঘর আলো করে এসেছে আরেক কন্যাসন্তান।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই সুখবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। আফ্রিদি লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ দয়া ও কৃপায় আমি চারজন অপরূপ কন্যার পিতা ছিলাম, এখন তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আমি এই সুখবরটি ভাগাভাগি করলাম … চার থেকে পাঁচ হলো।

টুইটারে ওই পোস্টের সঙ্গে পাঁচ মেয়েকে নিয়ে তোলা তার একটি ছবিও দেন। ওই পোস্টে অভিনন্দন আর শুভ কামনার বন্যা বইয়ে দিয়েছেন তার ভক্তরা।

আফ্রিদি ৪০ বছরে পা দিতে যাচ্ছেন। নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাচ্ছেন আফ্রিদি।