কলাপাড়া প্রতিনিধি : পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্নাঢ্য রেলী, আলোচনা সভা ও সমুদ্র সৈকত পরিস্কার করন কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ার পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল মালিক সমিতি ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। বর্নাঢ্য রেলী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সৈকতে গিয়ে শেষ হয়। আমাদের সৈকত, আমাদের সম্পদ এমন শ্লেগানকে সামনে রেখে রেলিতে অংশগ্রনকারীসহ পর্যটরা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিস্কার কার্যক্রমে অংশ গ্রহন করে। পরে পর্যটন হলিডে হোমসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পুলিশ সুপার রেজাউল করিম, কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম আবু সুফিয়ান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের ব্যস্থাপক সুভাষ চন্দ্র নন্দী, কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল মালিক সমিতি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনরসহ পর্যটন সংশ্লিস্ট ব্যবসায়ী ও নানা শ্রেনী পেশার মানুষ।
জন্য জাকিরসহ অন্যান্যরা জবর দখল করছে। এবিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।