বিধ্বস্ত বিমানের ছবি

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এ দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনীর মুখপাত্র টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই বিধ্বস্তের ঘটনায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।

দেশটির বিমানবাহিনীর (পিএএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, উইং কমান্ডার নওমান আকরাম এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। মার্কিন নির্মিত এফ-১৬ বিমানটি আগামী ২৩ মার্চের পাকিস্তান দিবসের জন্য এয়ার শো ও প্যারেডের মহড়াতে অংশগ্রহন করছিলো। 

বিবৃতিতে আরো জানানো হয়, দুর্ঘটনার স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত বোর্ডকে নির্দেশ দিয়েছে বিমান বাহিনী সদরদফতর।

ইসলামাবাদের মেয়র শেখ আনসার আজিজ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং পিএএফের কর্মকর্তারা দুর্ঘটনার অঞ্চলটিকে ঘেরাও করে পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করছে।

সূত্র- রয়টার্স, ডন