সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মোসাঃ মুক্তা আক্তার (১৩) নামের এক ছাত্রী।রোববার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির জানান,উপজেলার সদর ইউনিয়নের হানিফ আকনের মেয়ে হাড়িটানা সালেহিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মুক্তা আক্তারের সাথে পাথরঘাটা পৌরশভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাওলাদারের ছেলে বিক্সা চালক আল-আমিনের বিয়ের আয়োজন চলছিল।এ সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন,নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মুনিরা ইয়াসমীন খুশিকে নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা ভেঙ্গে দেয়া হয়।পরে কনের বাবাকে ২শ টাকা ও বর ও তার বাবাকে ৪শটাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।