অনলাইন ডেস্ক : কাজানে ম্যাচের ৭৫ মিনিটে দারুণ এক গোল করে এক ঝলক নাচ দেখিয়ে দিলেন ইয়ারি মিনা-কাওড্রাডোরা। দক্ষিন আমেরিকা অঞ্চলের ফুটবলের উৎযাপনের সংস্কৃতিটা এবার তারাই প্রথম মনে করিয়ে দিলেন। যেটা তাদের জাপানের বিপক্ষে প্রথম ম্যাচেই দেখানোর কথা ছিল। সঙ্গে জানিয়ে দিলেন গ্যালারিতে বসে নিছক আনন্দের জন্য করা স্বচ্ছ উৎযাপন দেখতে চাও তবে দক্ষিণ আমেরিকা নয়তো আফ্রিকার দলগুলোকে সমর্থন করো। কারণ অন্য দলের মতো তাদের উৎযাপনে কোন গোপান মানে থাকে না।
‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে হারটা কলম্বিয়ার জন্য অশনি সংকেত ছিল। কলম্বিয়া তো হারেনি ৬ মিনিটের মাথায় পেনাল্টি এবং লাল কার্ড হারতে বাধ্য করেছিল তাদের। কিন্তু দক্ষিণ আমেরিকার দল তারা। ব্রাজিল বিশ্বকাপে ২০১৪ সালে দেখিয়েছিল দারুণ ঝলক। তা তো আর হুট করে নিভে যেতে পারে না। সেটাই দেখিয়ে দিল লেভানডভস্কিদের। ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিদায় করে দিল রাশিয়া বিশ্বকাপ থেকে। আর বাঁচিয়ে রাখল নিজেদের দ্বিতীয় রাউন্ড খেলার স্বপ্ন।
রোববার রাতে রাশিয়ার কাজানে কলম্বিয়া প্রথমার্ধে ইউরোপের দল পোল্যান্ডের থেকে বেশি বল পায়ে নিয়ে খেলেছে। দ্বিতীয়ার্ধেও তাই। তবে দু’দলের প্রথমার্ধটা পানসে বলা যায়। কোন দলই ভালো আক্রমণ তুলতে পারেনি। পোল্যান্ড তো প্রথমার্ধে কলম্বিয়া গোলরক্ষককে কোন পরীক্ষাই নিতে পারেনি। তবে কলম্বিয়া প্রথমার্ধে ভালো দুটি আক্রমণ করে। তার মধ্যে রদ্রিগেজের ক্রসে প্রথম গোল করেন ইয়ারি মিনা।
এরপর দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার তিরে বিদ্ধ করে পোল্যান্ডকে। ফ্যালকাও ম্যাচের ৭০ মিনিটে এবং কাওড্রাডো ম্যাচের ৭৫ মিনিটে গোল করে বিদায় করে দেয় পোল্যান্ডকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। পোল্যান্ড ‘এইচ’ গ্রুপে তাদের শেষ ম্যাচটি খেলবে জাপানের বিপক্ষে। ওই ম্যাচে জিতলে জাপান চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। এছাড়া কলম্বিয়া খেলবে সেনেগালের বিপক্ষে। ওই ম্যাচের জয়ী দলও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। তবে ম্যাচ দুটো সমতায় শেষ হলে জাপান-সেনেগাল চলে যাবে শেষ ষোলোয়।