সংযোগ

প্রথম সন্তান জন্মদানকারী পিতামাতার পরিবার পরিকল্পনা বিষয়ে সচতেনতা বৃদ্ধি ও সেবা দিতে কাজ করবে ‘সংযোগ’ প্রকল্পটি

প্রথমবারের মতো মা-বাবা হতে যাওয়া দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ নিশ্চিতকরণে “সংযোগ” নামে একটি প্রকল্প যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও সেভ দ্য চিলড্রেনের পরিচালনায় সোমবার (৯ মার্চ) রাজধানী গুলশানের একটি হোটেল প্রকল্পটির উদ্বোধন করা হয়।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও অন্যান্য সহযোগী সংস্থার সম্মিলিত প্রয়াসে প্রথম সন্তান জন্মদানকারী পিতামাতার পরিবার পরিকল্পনা বিষয়ে সচতেনতা বৃদ্ধি ও সেবা দিতে কাজ করবে “সংযোগ” প্রকল্পটি।

প্রাথমিকভাবে প্রকল্পটি প্রাথমিকভাবে নোয়াখালী কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় কার্যক্রম পরিচালনা করবে এবং ধীরে ধীরে অন্যান্য উপজেলায় প্রকল্পটি বিস্তৃত হবে।

অনুষ্ঠানের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।