দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে গণভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
মহান মুক্তিযুদ্ধ এবং ১৫ আগস্টে জাতির পিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের আত্মার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন (বীর বিক্রম), কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.