দর্পণ ডেস্ক : গত ১০ মে প্রেমিক অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। বিয়েতে ছিলনা কোনো আড়ম্বর। তবে বিয়ের পর থেকেই নেহার সন্তান সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে।
প্রথমে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নেহা-অঙ্গদ দুজনই। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অঙ্গদ। পরে অবশ্য তারাই সন্তানসম্ভাবনার ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কেন এই লুকোচুরি? সে কথাই জানালেন নেহা ধুপিয়া।
তিনি বলেন, আমি যে প্রেগন্যান্ট, এ কথা বলতে চাইনি। কারণ এই খবরটা জানলে আমার প্রতি সকলের ব্যবহার পাল্টে যেত। কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারত। সেসময় তিনি ‘হেলিকপ্টার ইলা’-র শ্যুটিং করছিলেন। পাশাপাশি চলছিল তার চ্যাট শো ‘নে ফিল্টার নেহা’-র শ্যুটিংও।
নেহা বলেন, আমি ভয় পেতাম কেউ যদি আমাকে কাজ না দেয়। কারণ গর্ভবতী হয়ে পড়লে অনেকেরই কাজ করার সামর্থ্য থাকে না। কিন্তু আমার এনার্জি লেভেল বেশ হাই ছিল। যে কারণে আমার মাতৃত্বকালীন ছুটিরও কোনো প্রয়োজন হয়নি।