বাহারুল ইসলাম সভাপতি-নওয়াব আলী সম্পাদক

স্বপনবিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরায় প্রেসক্লাব শালিখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাবের সভাকক্ষে কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাহারুল ইসলাম। এসময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বাহারুল ইসলামকে সভাপতি, মোঃ নওয়াবআলীকে সাধারণ সম্পাদক, স্বপন বিশ্বাস, দীপক চক্রবর্তী, জিআরএম তারিক ও তুহিন ইসলামকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এ ছাড়াও ডাক্তার আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, শহিদুজ্জামান চাঁদকে দপ্তর সম্পাদক, দেবব্রত কুমার দেবুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ মিরাজুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদকাল ০৩ বছর। নতুন কমিটি গঠন শেষে সকল সদস্যদের অনুমতিক্রমে একটি সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করা হয়।