প্রেসিডেন্ট নির্বাচনের ৫ মাস পর আশরাফ গনিকে জয়ী ঘোষণা

আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হওয়া পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আশরাফ গনিকেই প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আর এর মধ্যে দিয়েই আগামী পঁচ বছর মেয়াদে আরও একবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন গনি।

নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ ঘানি। জয়ের জন্য দরকার ছিলো ন্যুনতম ৫০ শতাংশ ভোট। প্রতিপক্ষ প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯.৫ শতাংশ ভোট। উল্লেখ্য, কয়েক দফা পেছানোর পর গত ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ