অনলাইন ডেস্ক : সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘এখন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটের দাম কম। আমাদের সঠিক পরিকল্পনা ও আওয়ামী লীগ সরকারের সফল পলিসির কারণে এটা সম্ভব হয়েছে।’
বুধবার (২৫ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী ভাষণে জয় বলেন, ‘১০ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলাম। তখন দেশের প্রযুক্তি খাত অনেক পিছিয়ে ছিল। আমরা তখন অনেকগুলো কর্মসূচি হাতে নেই। এরপর ছয় বছরের মধ্যে ওয়ান, টু, থ্রি ও ফোর-জি চালু করি। যা কোনও দেশ পারেনি।’ তখন ফোর-জি চালুতে যারা সহযোগিতা করেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ‘তখন ইন্টারনেটের দাম ৯৯ শতাংশ কমানোর কথা বলেছিলাম। পাঁচ বছরের মধ্যে সেটা করেছি। আজকে বিশ্বের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটের দাম সবচেয়ে কম। আওয়ামী লীগ সরকারের আমলে এসব সম্ভব হয়েছে, এজন্য আমি গর্বিত।’