সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোদীর প্রায় সাড়ে ৪ কোটি ফলোয়ার রয়েছেন
সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার (২ মার্চ) নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই ইচ্ছার কথা জানিয়েছেন মোদী।
ফেসবুক ও টুইটারে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের সকলকে জানাবো।”
এদিকে মোদীর এই পোস্টটিতে সরব হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদীর টুইটের জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘‘ঘৃণা ছাড়ুন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়।’’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোদীর প্রায় সাড়ে ৪ কোটি ফলোয়ার রয়েছেন। ফেসবুক ফলোয়ারের সংখ্যায় মোদীর আগে রয়েছেন শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে টুইটারে মোদীর ফলোয়ারের সংখ্যা ৫.৩৩ কোটি।
এদিকে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে সরাসরি সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী।