রোববার বিকেলে সরকারি তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদরা দেশকে স্বাধীন করেছে। এখন আর আমাদের রক্ত দিতে হবে না। আমাদের যে যার অবস্থান থেকে দ্বায়িত্বশীলতার সঙ্গে আমাদের সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল তাদের কিছু দাবি তুলে ধরেন।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, তিতুমীর কলেজকে আরো প্রশস্ত করতে রাউউকের যে অব্যবহৃত জায়গা রয়েছে তা তিতুমীর কলেজকে দান করতে আমি ও এই কলেজের সাবেক ছাত্র বানিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বসবো।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা ১১ আসনের এমপি একেএম রহমত উল্যাহ, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাসেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু, ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ফয়েজ উদ্দিন।