দর্পণ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় চির বিদায় নিয়েছেন। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) জানানো হয়।
প্রয়াত সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুরে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়।
প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দিন ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমদ সম্মান প্রদর্শন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, উপাচার্য ড. শরফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শ্রদ্ধা নিবেদন করেন।
ব্যক্তি পর্যায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণী প্রমূখ।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছে জাসদ, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, সাম্যবাদী দল, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, যুব মৈত্রী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মহিলা আওয়ামী লীগ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, আওয়ামী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় মহিলা শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, কৃষি অর্থনীতিবিদ সমিতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলা আবৃত্তি সমন্বয় পরিষদ, যুব মহিলা লীগ, মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাদুঘর, মহানগর সর্বজনীন পূজা কমিটি, জাতীয় শ্রমিকলীগ, নৌপরিবহন মন্ত্রণালয়, ঋষিজ শিল্পীগোষ্ঠী, সংগীত ভবন, বাংলাদেশে গার্লস গাইডসহ বিভিন্ন সংগঠন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল ৪টায় সাজেদা চৌধুরীর মরদেহ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ পড়ান বায়তুল মোকাররম মসজিদের খতিব মৌলানা মো. রুহুল আমীন। জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।