দর্পণ ডেস্ক : স্বামী এবং তার বন্ধুর হাতে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ৷ এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে৷ শুধু তাই নয়, পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে ক্রমাগত ব্ল্যাকমেল করা হতে থাকে সেই নির্যাতিতাকে৷ অতঃপর, মঙ্গলবার কোলসেওয়াড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন সেই গৃহবধূ৷
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, গত ১৭ অগস্ট এক বন্ধু বাড়িতে ডেকে পাঠায় তার স্বামী৷ এরপর কোমল পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে তাকে খেতে বলা হয় এবং সেই বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলা হয়৷
পুলিশ জানায়, সেই নারী এমন কাজ করতে অস্বীকার করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নেশার ঘোরে থাকা অবস্থাতেই বারবার ধর্ষণ করে তার স্বামী এবং স্বামীর বন্ধু৷ এখানেই শেষ নয়, এই বিষয়ে সে মুখ খুললে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডের হুমকিও দেওয়া হয়৷
এরপর সেই নির্যাতিতা তার বোনকে এই বিষয়ে জানালে তাকে অভিযোগ জানানোর কথা বলে তার বোন৷ তারপরই কোলসেওয়াড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে সেই গৃহবধূ৷ অভিযুক্ত দু’জনই পলাতক৷ তাদের খোঁজে নেমেছে পুলিশ৷