সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইনকে ছাত্রলীগ থেকে অব্যহতি দেযা হয়েছে। এনামুলের পরিবর্তে যুগ্ম সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জযকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনামুল হোসাইনকে অব্যহতি দেয়ার বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এনামুলের বিরুদ্ধে “অনুপ্রবেশকারী” ও সংগঠন পরিপস্থি কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় অব্যহতি দেয়াার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক এ বহিস্কারের সিদ্ধান্ত সঠিক। আমি ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।