ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী ছাত্র বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে ভারত সরকারের তোপের মুখে পড়তে হয়েছে এক বাংলাদেশি নারী শিক্ষার্থীক্ব। ইতোমধ্যে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তরফ থেকে ওই বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়তে বলা হয়েছে।
বাংলাদেশি ওই নারী শিক্ষার্থীর নাম আফসারা মীম। বাংলাদেশের খুলনা জেলার কুষ্ঠিয়ায় বাসিন্দা আফসারা মীম ওরফে ইভা বর্তমানে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ডিজাইন’এ পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই বাংলাদেশি ছাত্রীকে ভারতের কেন্দ্রীয় সরকারের দেশ ছাড়ার নির্দেশ মানতে পারছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন।
এদিকে, দিল্লির ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন অমর্ত্য সেন। গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ভারতবাসী এটা আমার গর্ব, কিন্তু দিল্লির ঘটনায় আমরা লজ্জিত। দিল্লির ঘটনায় পুলিশ ব্যর্থ। ভারতবাসী হিসেবে চিন্তাভাবনা করার দিন এসেছে আমাদের। বিরোধিতা করা মানেই দেশের শত্রুতা করা নয়। বিরোধী মত না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। আমাদের দেশের গণতন্ত্র সঙ্কটের মুখে দাঁড়িয়েছে।’
সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ