বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে ভুটানের মুখোমুখি হচ্ছে আজ শুক্রবার।
সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দু’টি।
নিজেদের প্রথম খেলায় পাকিস্তানকে ১৭-০ গোলে হারানোর পর নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হয়। জয় দুটির সুবাদে তারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে। অপরদিকে ভুটানের মেয়েরা একটি করে জয় ও ড্রয়ের সুবাদে ‘এ’ গ্রুপ রানার্স আপ হয়।
ভুটানের এ মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে অতীতে জয়ের নজির আছে বাংলাদেশের মেয়েদের। দল দু’টির সদস্যরাও বিভিন্ন সময়ে মুখোমুখি হওয়ার কারণে চেনাজানা। এসব প্রেক্ষাপটের মধ্যে স্বাগতিক প্রতিপক্ষকে খাটো করে দেখছে না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি আশা করছেন, খেলার মধ্যে থাকা বাংলাদেশ দল আজও ভালো করবে। তার মতে মেয়েরা জয়ের জন্যই খেলবে।