কানাডার ক্যালগেরিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

‘উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্ট’ এর আয়োজনে সম্প্রতি এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালগেরির সুধী জনেরা।

অনুষ্ঠানে উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফিরোজ ইফতেখার বলেন, মহান ভাষা আন্দোলনের এই মাসে ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। সেই সাথে প্রাণঢালা অভিনন্দন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমরা সবাই একত্রিত হয়ে মিলেমিশে কাজ করব এটাই আমার ও আমার প্রতিষ্ঠানের প্রত্যাশা।

নতুন সদস্যদের পদচারণায় উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টে মুখরিত হয়ে ওঠে। এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নবনির্বাচিত সভাপতি মো. রশিদ  রিপন বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্যালগেরিবাসীর প্রতি, আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্ব কে আরো বাড়িয়ে দিল। কৃতজ্ঞতা উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টকে আজকের সংবর্ধনার এই আয়োজন করার জন্য।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, আজকের এই আয়োজনে আমরা গর্বিত, ধন্যবাদ উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টকে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নবনির্বাচিত কমিটি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।

প্রবাসী বাঙ্গালিদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতায় কমিউনিটির উন্নয়নে এক সঙ্গে কাজ করার প্রত্যয়ে উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টের এই উদ্যোগ প্রশংসনীয় বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মন্তব্য করেন।