অনলাইন ডেস্ক : বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বাস্তবে নয়, ঘটনাটি ঘটেছে রুপালি পর্দায়।

সোনাক্ষী সিনহা অভিনীত ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ ছবিতে দেখা যাবে, বিয়ে বাড়ি ছেড়ে পালানো সোনাক্ষী সিনহাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। তাও আবার চীন দেশে।

কোনোভাবেই অপহরণকারীদের সোনাক্ষী বোঝাতে অক্ষম হন যে, তিনি সেই মেয়ে নন, যাকে অপহরণ করতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় একেবারে শেষ মুহূর্তে এসেই বাতিল হয়ে যায় জিমির বিয়ে।

অতঃপর অপহরণকারীর চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যান সোনাক্ষী। ঘুরে ফেরেন চীনের অলিগলিতে।

ছবিতে হ্যাপি নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল।

ইতিমধ্যে ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।