দর্পণ ডেস্ক :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. কামাল হোসেনরা সকল দুষ্কর্মের হোতা বিএনপিকে রাজনীতিতে পুনর্বাসনের ঠিকাদারি নিয়েছেন বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘তারা যদি এই ঠিকাদারি বন্ধ না করেন, তাহলে জামায়াত-বিএনপির যে পরিণতি হয়েছে, তাদেরও সেই পরিণতি হবে।’
শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদির সমর্থনে এই সমাবেশ আয়োজন করা হয়। এর আগের দিন শুক্রবার বিকেলে সাদুল্যাপুরের মীরপুর হাই স্কুল মাঠে আরেকটি নির্বাচনী সভায়ও তিনি প্রধান অতিথি ছিলেন।
জাসদ সভাপতি আরো বলেন, বিকল্প ধারার প্রধান বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও গণফোরামের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যের’ দাবির একটাও জনগণের দাবি নয়, তারা বিএনপি-জামায়াতের পক্ষে কথা বলছে। বিএনপি কামাল হোসেনকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে।
ইনু বলেন, ১০ বছর ধরে বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নির্বাচিত সরকারকে উত্খাতের চক্রান্ত করেছে। তারা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে— যাতে একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসে।
এ মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করে জাসদ সভাপতি বলেন, ‘আমরা দানবের সরকার চাই না, আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানবিক সরকার। যারা আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে মানুষ হত্যা করে তাদের সঙ্গে কোনো আপস নেই।’
পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, শফি উদ্দিন মোল্লা, জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সহসভাপতি জিয়াউল হক জনি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা প্রমুখ।