দর্পণ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো দর্শকপ্রিয় নির্মাতার ছবিতে কাজ করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’। ২২ জুন প্রকাশ করা হয়েছে ছবির একটি স্থিরচিত্র। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অতনু ঘোষ।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি’-বিনিসুতোয় জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী।’ ‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী।

এ স্থিরচিত্রে খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে। এই ছবিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। এ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই।

এই ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। গত ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে এ ছবির। কলকাতা আর টাকিতে ছবির শুটিং হয়েছে।