দর্পণ বিনােদন ডেস্ক
সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের আরও অনেক প্রসঙ্গই জানান জয়া।
অনেক ভেবেচিন্তে ও দেখেশুনেই বিয়ের পিঁড়িতে বসবেন, হুট করে নয়, বলে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
গুজব তো গুজবই। এগুলো নিয়ে কী বলব বলুন। যখন বিয়ে করব তখন নিশ্চয়ই সবাই জানতে পারবেন। খুব তাড়াতাড়ি নাকি আপনার বিয়ে এমন প্রশ্নে তিনি বলনে, সেটা তো শোনা কথা!
বিয়ের প্রস্তাব পাওয়াটা তো ভালাে কথা। টলিউড থেকেও বিয়ের প্রস্তাব আসছে জয়ার। তার কথায়, সেটা স্বাভাবিক।
জয়া আরও বলেন, আসলে বিয়ের কথা সেভাবে এখনও ভাবিনি। একটা ভয় কাজ করে। অনেকদিন ধরে তো স্বাধীনভাবে জীবনযাপন করছি। তাই ভয়টা আরও বেশি।
তিনি বলেন, আমি চাই, যখন বিয়ে করব তখন সেটা ভেবেচিন্তেই করব। বিয়েটা দীর্ঘস্থায়ী হোক, সেটাই আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে। তাই ভুল মানুষকে বিয়ে করতে চাই না।