ছবি: ভাবীদের খোশগল্প

কি এমন ছবি যা ভাইরাল হয়ে এতো আলোচনার সৃষ্টি করলো? 

ছবিটি দেখা গেছে, পাঁচজন নারী ব্যস্ত সড়কের মাঝে দাঁড়িয়ে খোশগল্প করছেন। অথচ সড়কটি ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক। সকালে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-অফিসগামী মোট কথা সব পেশার মানুষের পদচারণায় এবং যানবাহনে মুখরিত সড়ক এটি। অথচ সেই সড়কের মাঝে দাঁড়িয়ে খোশগল্পে মেতে আছেন তারা!

ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। এতে কেউ কমেন্ট করেন, উনারা কী আদৌ এই দুনিয়ায় ছিলো? কেউ লিখেছেন, তারা পুলপাড়ে রাস্তার মাঝে আড্ডা দেয়ার নিনজা টেকনিক শিখছে।