দর্পণ ডেস্ক :
দুবাইয়ের খবর অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়নি ভালো। আয়ের কথা চিন্তা করে ভারতের সব ম্যাচ দুবাইয়ে নেয়ায় বুদ্ধিতে তাই ভাটা পড়েছে। আয়োজকরা দাবি করেছেন, দর্শকরা ম্যাচের সূচি ঠিকঠাক জানতেন না। দর্শকরা হয়তো আগেই আঁচ করতে পেরেছিলেন; ভারত-পাকিস্তান নিরুত্তাপ ম্যাচ হবে। তাই গ্যালারিতে রোদ-গরম ভোগ করে টাকা নষ্ট না করাই শ্রেয় ভেবেছে। হয়েছেও সেটাই। পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
শুরু থেকেই দুই ভারতীয় ওপেনার ম্যাচ থেকে ছিটকে দেয় পাকিস্তানকে। ভারতের এক উইকেট পড়লেও তা কোন বোলারের নামে ওঠেনি। কারণ শেখর ধাওয়ান রান আউট হয়ে ফিরেছেন। তার আগে তিনি ১০০ বলে খেলেছেন ১১৪ রানের দুর্দান্ত ইনিংস। ভারত ২৩৮ রানের লক্ষ্যে ব্যাটে নেমে কোন উইকেট না হারিয়েই ২০০ পার হয়। দলীয় ২১০ রানে ফিরে যান শেখর ধাওয়ান।
বাকি পথটা আম্বাতি রাইডুকে নিয়ে সহজে পার হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি খেলেছেন ১১৯ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস। এছাড়া রাইডু ১২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের দেয়া লক্ষ্য ১০.৩ ওভার হাতে রেখেই পৌঁছে যায় ভারত।
এর আগে রোববার দুবাইয়ে প্রথমে টস জিতে ব্যাট নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ২৩৭ রান। শুরুতে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে শোয়েব মালিক এবং সরফরাজ দলকে টেনে তোলেন। গড়েন ১০৭ রানের জুটি। দলের ১৬৫ রানে ফিরে যান সরফরাজ। শোয়েব মালিক খেলেন ৯০ বলে ৭৮ রানের ইনিংস। এছাড়া সরফরাজ করেন ৪৪ রান। কিন্তু শেষের দিকে ভালো করতে না পারায় ২৩৭ রানে থামে তাদের ইনিংস। দুটি করে উইকেট নেন বুমরাহ, চাহাল এবং কুলদীপ যাদব।