সোনাগাজীতে রাতের অন্ধকারে ভুল করে মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন ব্রিজে উঠে খাদে পড়ে গিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- চট্রগ্রামের জোরারগঞ্জ উপজেলার বাদশা মিয়ার ছেলে মো. বাবুল ও তাজুল ইসলামের ছেলে আজিজুল করিম সাহেদ।
স্থানীয়রা জানায়, সাতবাড়িয়া এলাকায় মূল সড়কে ব্রিজ নির্মাণ করছে ফেনীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে যানবাহন চলাচলের জন্য পাশ দিয়ে কাঁচা সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে রাতে দুর্ঘটনা এড়াতে কোনো সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনী থেকে চারটি মোটরসাইকেলযোগে আট তরুণ সোনাগাজীতে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে বুঝতে না পেরে প্রথম মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজে উঠে ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতো মোটরসাইকেলের দুই আরোহী বাবুল ও সাহেদ গুরুতর আহত হয়। তাদের সঙ্গে থাকা অপর তিন মোটরসাইকেলের আরোহীরা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাহেদ মারা যায়। গুরুতর আহত বাবুলকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, ওই দু’জন বন্ধুদের সঙ্গে জোরারগঞ্জ থেকে ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়েন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।