ভুলে যেও অভিমান, মনে রেখ কেবল একজন ছিল ভালবাসত শুধু তোমাদের!

সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত মাশরাফি অধিনায়কত্ব থেকে বিদায় নিয়েছেন চূড়ায় থেকেই। বিদায়ের পর বিষাদের কালোমেঘ যেন কণ্ঠ ছুঁয়েছে মাশরাফির। শনিবার রাতে মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন,

 ‘শেষ বেলায় ভুলে যেও অভিমান।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।’

জিম্বাবুয়ের শেষ উইকেটটি যখন শিকার করেন সাইফউদ্দিন তখন বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের নজর ছিল মাশরাফি বিন মর্তুজার দিকে। যে যেখানে ফিল্ডিং করছিলেন সেখান থেকে দৌঁড়ে চলে আসেন মাশরাফির কাছে। সকলে হাত মেলাতে থাকেন প্রিয় অধিনায়কের সাথে। পরে তামিম ইকবাল কাঁধে তুলে নেন মাশরাফিকে। অন্যরাও ছিলেন সঙ্গে। চলল মাঠ প্রদক্ষিণ। সবচেয়ে বড় চমক এরপরই। দলের সবার পরনে ছিল মাশরাফির নামে জার্সি! মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি হয় এই জার্সি। সবার জার্সিতে লেখা ছিল ‘মাশরাফি’, তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ছিল ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে যায় আবেগের জোয়ার।

বিডি-প্রতিদিন/শফিক