লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি: বিকল্প পেশা হিসেবে বিউটিশিয়ানদের কদর দিনে দিনে বাড়ছে আমাদের দেশে। শহরের পাশাপাশি গ্রামেও বিউটিশিয়াদের চাহিদা বাড়ছে। যা আমাদের নারীদের উন্নয়ন অগ্রযাত্রার নির্দেশন। উদ্যোগী নারী বিউটিশিয়ানদের সফল হিসেবে গড়ে তুলতে, উদ্যোমীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আরো একধাপ এগিয়ে নিতেই মমতাজ হারবাল প্রোডাক্টস্ ও জয়ার পৃষ্ঠপোষকতায় অপরাজয়ার আয়োজনে দিনব্যাপী বিউটিশিয়ান কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। সংগ্রামী পথচলায় নারীর সহযাত্রী হিসেবে অপরাজয়া দেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা ও মান বৃদ্ধি এবং সমৃদ্ধি আনতে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ৩ডিসেম্বর রবিবার কিশোরগঞ্জের ভৈরব বাজার সংলগ্ন নিউ টাউন রোডের ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ভৈরব,কুলিয়ারচর,হোসেনপুর,করিমগঞ্জ,অষ্ট্রগ্রাম, ইটনা,মিঠাইমনসহ পুরো কিশোরগঞ্জ ছাড়াও নরসিংদীর বেলাব,শিবপুর,রায়পুরা,মনোহরদী,পলাশ এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নবীনগর, আখাউড়া ও বিজয়নগরের উদ্যোগী নারী ও বিউটিশিয়ানরা অংশ নেন। এছাড়াও অংশ নেন বৃহত্তর ময়মনসিংহ,সুনামগঞ্জ,হবিগঞ্জসহ আশপাশের এলাকা থেকে নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানগণ। এবারের আয়োজনে অংশ নেন প্রায় দুই শতাধিক নারী উদ্যোক্তা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী বিষয়ক পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল অপরাজয়া’র সম্পাদক ও মমতাজ হারবাল প্রোডাক্টস্ এর জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার। প্রশিক্ষণ প্রদান করেন বিউটি এক্সপার্ট মনির হোসেন। কর্মশালায় প্রথম সেশনে ক্যারিয়ার ও ব্যবসায়িক গাইড লাইন নিয়ে আলোচনা করেন অপরাজয়া টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও মমতাজ হারবাল প্রোডাক্টস্ এর জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার। আলোচনায় তিনি বিউটিশিয়ান পার্লারের কাজের বর্তমান ও ভবিষ্যত সম্ভাবনার নানান বিষয়ে নির্দেশনা দেন। ব্যবসায়িক ক্রুটিগুলো থেকে মুক্ত হয়ে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন মার্কেটিং পলিসিকে কাজে লাগিয়ে নিজের যোগ্যতা প্রমাণে সবাইকে আরো মনোযোগি হওয়ার জন্য তাগিদ দেন।

 

দেশের সফল নারী উদ্যোক্তা মিসেস মমতাজ ভিরানীর উদাহরণ টেনে তিনি বলেন, একজন নারী কতটা পরিশ্রমী এবং দৃড়প্রত্যয়ী তার প্রমাণ আমি পেয়েছি মমতাজ হারবাল পোডাক্টস্ এর চেয়ারপারসন মিসেস মমতাজ ভিরানীর আজকের অবস্থান দিয়ে। আমি আশা করি আপনারাও সফল উদ্যোক্তা হয়ে আগামী দিনে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। কর্মশালার ২য় সেশনে বিউটি এক্সপার্ট মনির হোসেন তার ব্রাইডাল মেকআপ এর সেশন শুরু করেন। তিনি ব্রাইডাল মেকাপে পাত্রীর গায়ের রঙ,স্কীন টোন বুঝে কাকে? কিভাবে সাজাতে হবে? সেই বিষয়ে সবাইকে দৃষ্টি আকর্ষণ করেন। বিউটিশিয়ানদের মনে তৈরী হওয়া সকল প্রশ্নের উত্তর দেন এবং ব্রাইডাল মেকাপের নানান দিক ধরে ধরে সবাইকে খুব কাছ থেকে বিষয়গুলো বুঝিয়ে দেন। এসময় আগত বিউটিশিয়ানদের মধ্যে নতুন নতুন বিষয় জানার আগ্রহ লক্ষ্য করা যায়। অত্যন্ত নিখুঁতহাতে ব্রাইডাল মেকাপ শেষ করেন বিউটি এক্সপার্ট মনির হোসেন। সমাপনী অধিবেশনে অপরাজয়ার এই আয়োজনে পৃষ্ঠপোষকতার জন্য মমতাজ হারবাল প্রোডাক্টস্ ও জয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানরা। অপরাজায়ার সম্পাদক সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার মাঝে সার্টিফিকেট বিতরণ ও গিফট হ্যাম্পা তুলে দেয়ার মধ্যদিয়ে সমাপ্তি হয় ভৈরব অঞ্চলে অপরাজয়ার দিনব্যাপী কর্মশালা। নতুনভাবে পথচলার প্রত্যয়ে যার যার গন্তেব্যে এগিয়ে যান অপরাজয়া নারী উদ্যোক্তারা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মমতাজ হারবাল প্রোডাক্টস্ এর নরসিংদী,ভৈরব, কিশোরগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলের ডিপো আর কে কর্পোরেশন এর সত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আনিসুজ্জামান রাসেল। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মমতাজ হারবাল প্রেডাক্টস্ এর মিডিয়া এন্ড কমিনিকেশন সোহেল রহমান। উক্ত অনুষ্ঠানে নারী উদ্যোক্তা বিউটিশিয়ান এবং ডিভিসি টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল আলম, যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, মুভি বাংলা টিভি ও দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার ভৈরব প্রতিনিধি লায়ন শামীম আহমেদ, আরটিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু সহ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।