যদিও ক্ষমতাসীন বিজেপি সরকার বরাবরই মমতার বিরুদ্ধে ‘মুসলিম তোষণ’এর অভিযোগ এনেছে। তাদের দাবি, সংখ্যালঘুদের স্বার্থের জন্য মমতা যা করেন তা সবই আসলে ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’
যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা ভারতের নাগরিক। তাই তাদের নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হবে না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রতিবেদনে চমকপ্রদ এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার (৩ মার্চ) এক জনসভায় তিনি বলেন, ‘‘যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। এখন ওরা বলছেন আপনারা নাগরিক নন! ওদের বিশ্বাস করবেন না।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, তিনি রাজ্য থেকে একজনকেও বেরোতে দেবেন না। তিনি বলেন, এরাজ্যে বসবাসকারী কোনও শরণার্থীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না।
যদিও ক্ষমতাসীন বিজেপি সরকার বরাবরই মমতার বিরুদ্ধে “মুসলিম তোষণ”এর অভিযোগ এনেছে। তাদের দাবি, সংখ্যালঘুদের স্বার্থের জন্য মমতা যা করেন তা সবই আসলে “ভোটব্যাঙ্কের রাজনীতি”।