মাদারীপুর পৌর শহরের তরমুগুরিয়া বালুঘাট এলাকার আড়িয়াল খাঁ কুমার নদে নৌকা ডুবে অপি আক্তার (১০) নামে এক শিশু নিখোঁজের নয় ঘন্টা পরে মরদেহ পাওয়া গেছে।
অপি আক্তার মাদারীপুর কলেজ রোড এলাকার সোহাগ মুন্সীর মেয়ে এবং শহরের ২নং শকুনি দারুস সালাদ কওমি মাদ্রাসার হাফেজবিভাগের ছাত্রী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অপি আক্তার তার স্বজনদের সঙ্গে কলেজ রোড এলাকা থেকে ভান্ডারিগান শুনতে নতুন মাদারীপুর রওনা হয়। কুমার নদ পাড়ি দেওয়ার জন্য ৫ থেকে ৬ জন ডিঙ্গি নৌকায় ওঠেন। যাত্রী বেশি হওয়ায় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সবাই তীরে উঠলেও অপি নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে ফায়ার সার্ভিসের দলটিতে ডুবুরী না থাকায় উদ্ধার কাজে তারা কোন সহযোগিতা করতে পারেনি। অবশেষে শুক্রবার সকাল ৭ দিকে ঘটনাস্থল থেকে ৫০০ ফুট দূরে মৃতদেহ ভেসে ওঠে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘আমারদের কোন ডুবুরী ছিলো না। ফরিদপুর থেকে ডুবুরী আসতে আসতে ততক্ষণে মরদেহ পাওয়া গেছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘ঘটনা শুনে আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তারা সারা রাতই ঘটনাস্থলে ছিল।’