মানুষের শরীরে ৩৭ দিন থাকতে পারে করোনাভাইরাস

ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এ প্রতিবেদনটি লিখেছেন চীনের একদল চিকিৎসক। তাতে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার ২০ দিন পরে অনেকের শ্বাসনালীতে করোনাভাইরাসের আরএনএ চীনা চিকিৎসকেরা শনাক্ত করেছে। বর্তমানে করোনায় আক্রান্ত হলে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়। এ গবেষণার ফলাফলের কারণে আইসোলেশনের সময়কাল আরো বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরতিবেদনে বলা হয়, শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৯ শ’ ৫৫ জন। শুক্রবারই ইতালিতে একদিনে রেকর্ড ২৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ইরানও শুক্রবার নতুন করে ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।