অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সাদা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার বালুয়া বাজার থেকে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমশপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, সাদা মিয়া ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। শুক্রবার রাতে সাদা মিয়া মোটরসাইকেলযোগে মা-মেয়েকে বালুয়া বাজার থেকে গোবিন্দগঞ্জ বন্দরে নিয়ে আসে। পুলিশের ধারনা ধর্ষণকারী তার পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে প্রতারণা ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জিনের বাদশা প্রতারণা চক্রের সদস্যরা মা-মেয়েকে গুপ্তধন দেয়ার লোভ দেখিয়ে তাদের বালুয়া বাজারে আসতে বলে। প্রতারকদের কথায় ঢাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে আসেন তারা। পরে প্রতারক চক্রের সদস্যরা মোটরসাইকেলযোগে তাদের কাটাখালী নদীর তীরবর্তী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে রাতভর মা-মেয়েকে ধর্ষণের করে তারা।