ফাইল ছবি

নিজের বিরক্তির কথা ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত নিজেই। তিনি লিখেছেন, সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনো পরিকল্পনা নেই। 

প্রসঙ্গত, ‘একাত্তর’-এর প্রমোশনে মিথিলাকে তার মেয়ে আইরা কার কাছে থাকবে তা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিথিলা বলেছিলেন, আইরা তার এবং তার বাবার কাছে, দুজনের কাছেই থাকবে। কারণ, মেয়েকে তিনি তার বাবার থেকে আলাদা করতে চাননা। মিথিলা বলেন, আইরা এখন ছোট, আমি চাইব, ও ওর মতো করে বড় হোক। বড় হয়ে ও যেটা চাইবে সেটাই হবে। মা হিসাবে আমার পূর্ণ সমর্থন থাকবে।