বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং প্রবীণ সাংবাদিক ও লেখক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ইসহাক কাজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

লন্ডনে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে রমফোর্ড কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

২০০০ সাল থেকে পরিবার নিয়ে স্থায়ীভাবে লন্ডনে বসবাসরত ইসহাক কাজল দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যানসারের ভুগছিলেন। চার বছরেরও বেশি সময় ক্যানসারের সঙ্গে যুদ্ধের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হন একাত্তরের রনাঙ্গন কাপাঁনো এই বীর মুক্তিযোদ্ধা।