ওই প্রতিষ্ঠানের মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসা বন্ধ করে দেয়ারও হুমকি দেয়
মুজিববর্ষের নামে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগরীতে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ এ তথ্য জানায়।
তারা হলেন- শেখ রিয়াজ আহম্মেদ প্রকাশ রাজু (৪০), শাহজাহান (৪৫) ও বাটুল বড়ুয়া প্রকাশ ডানো (৩৮)। এ সময় লিটন (৩৫) ও চান্দু প্র রনি (৪০) নামে আরও দুই চাঁদাবাজ পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ২ মার্চ দুপুরে অভিযুক্তরা মুজিববর্ষ উদযাপনের নামে নগরীর নন্দনকাননের একটি প্রতিষ্ঠানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয় এবং চাঁদা নিতে আবার ৬ মার্চ আসবে বলে যায়।
শুক্রবার বিকালে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে পুনরায় গিয়ে চাঁদা না পেয়ে হামলার চেষ্টা করে। এসময় টহল পুলিশ খবর পেয়ে দুজনকে আটক করে আর বাকি তিনজন পালিয়ে যায়। পরে নন্দনকানন থেকে আরও একজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় প্রতিষ্ঠানের অফিস সহকারী মধুসূদন দাস বাদী হয়ে মামলা করেছেন।