দর্পণ ডেস্ক : তাহসানের সঙ্গে একটি গানে কণ্ঠ মেলালো তার একমাত্র মেয়ে আইরা তেহরীম খান। পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে গানটি গেয়ে ভিডিও আকারে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাহসান।

তাহসান ফেসবুকে গানের ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘আমার মেয়ে, বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখবো, তুমি এক লাইন, এভাবে….।’ শেষ পর্যন্ত যা দাঁড়ালো তার প্রথম চার লাইনে তিনি বৃষ্টিতে ভিজতে চান, আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন।’

‘অদৃশ্য পরজীবীটাকে কুপোকাত করতে পারলে আমরা আবার ভিজবো, সেদিন আমরা আর জ্বর ঠাণ্ডাকে ভয় পাবো না, আমরা আবার একদিন ভিজবো’, যোগ করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর তাহসান ভক্তরা বেশ পছন্দ করছেন। অনেকে বাবা-মেয়কে আরো নতুন গান শোনাতে অনুরোধও জানিয়েছেন।

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র সন্তান আইরার বয়স ৭ বছর। তাহসান ও মিথিলার বিচ্ছেদের পর তাদের দুজনের কাছে থাকে আইরা। নানা সময় বাবা-মার সঙ্গে আলাদাভাবে ফেসবুকে তার ছবিও দেখা যায়।