চোরাই মোবাইলফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এসব মোবাইলফোনের বেশির ভাগই যাচ্ছে অপরাধীদের হাতে।
সম্প্রতি এক দাগি অপরাধীর মোবাইলফোন ট্র্যাকিং করে জানা যায়, একই মোবাইলফোনের আইএমইআই নম্বর ব্যবহৃত হচ্ছে একাধিক মোবাইলে। এরপর তদন্তে নামে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রায় বছর-খানেক চেষ্টা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রকে ধরতে সক্ষম হয় র্যাব-৩ এর সদস্যরা।
গতকাল সোমবার রাতে রাজধানীর গুলিস্তান পাতাল মোবাইল মার্কেট এবং গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটে অভিযান পরিচালনা করে আইএমইআই নম্বর পরিবর্তনকালে মাসুদ লাকুরিয়া (১৮) নামে এক যুবককে আটক করে র্যাব। তার তথ্যের ভিত্তিতে আরও ১৪ জনকে আটক করা হয়।
র্যাব-৩ এর কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ মিনিট থেকে আধা ঘণ্টার মধ্যে বিভিন্ন বিদেশি ডিভাইস ব্যবহার করে চোরাই মোবাইলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে চক্রের সদস্যরা।