বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের ৫৭তম সদস্য
২০২৩ সালের মধ্যে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে উপস্থাপিত তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।
মোস্তফা জব্বার বলেন্, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের ৫৭তম সদস্য।”
তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট কি প্রকারের হবে এবং কি কি সেবা প্রদান করা হবে তা নির্ধারণের লক্ষ্যে স্টেক হোল্ডারের সাথে আলোচনা করা হবে।