সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে লিটন দাসের অর্ধশতকে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবার ক্লিন সুইপের স্বাদ নিলো বাংলাদেশ।
৪৫ বলে ৮টি চারের মারে ৬০ রান করা লিটন দাসের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৯ রান করেন লিটন। দুই ম্যাচে ১১৯ রান তোল লিটন দাস হয়েছেন ম্যান অব দ্য সিরিজও।