বর্তমানে ব্রিটিশ-বাংলাদেশির পরিবারকেও আইসোলেশনে রাখা হয়েছে
যুক্তরাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্রিটিশ বাংলাদেশি।
রবিবার (৮ মার্চ) ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর ম্যানচেস্টারের একটি হাসপাতালে মারা যান তিনি। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ফেরার সময় ইতালিতে করোনাভাইরাস বিস্তৃতি লাভ করায় সাধারণ চেকআপের জন্য গত ৩ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দুই সপ্তাহের জন্য ইতালিতে যান তিনি। তখনও দেশটিতে করোনাভাইরাস এত ব্যাপকভাবে ছড়ায়নি। তিনি যে দুই সপ্তাহ ইতালিতে ছিলেন, তার মধ্যেই দেশটির পরিস্থিতি দ্রুত খারাপ হওয়া শুরু হয়।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ব্যক্তির ছেলে জানান, গত ২৯ ফেব্রুয়ারি দুই সপ্তাহ থাকার পর ইতালি থেকে ফিরে আসেন তার বাবা। তখনও তিনি সুস্থ ছিলেন। এরপর বাড়ির কাছে একটি হেলথ সেন্টারে যাওয়ার পর, ইতালি থেকে ফেরত শুনেই নর্থ ম্যানচেষ্টার জেনারেল হাসপাতাল থেকে একটা জরুরি দল হাসপাতালে ভর্তি করেন তাকে। সেদিনই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।এরপর হাসপাতালে প্রথম কয়েকদিন তিনি বেশ ভালোই ছিলেন। কিন্তু তারপর ডাক্তাররা বলছিলেন, তার রক্তে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে না। তার হার্টবিট অনিয়মিত। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর রোববার তিনি মারা গেলেন।”
বর্তমানে ব্রিটিশ-বাংলাদেশির পরিবারকেও আইসোলেশনে রাখা হয়েছে বলেও ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই ব্রিটিশ-বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।