বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন কর্তৃক যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পাওয়া গেছে গত সপ্তাহে। খবর এনআরবি নিউজের
উল্লেখ্য, বছর দেড়েক আগে ড. খন্দকার মনসুরকে সভাপতি এবং আব্দুল কাদের মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হয়েছিল। তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল মুজিব আদর্শে উজ্জীবিত মেধাবি প্রবাসীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের। সেই ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন- প্রেসিডেন্ট-ড. খন্দকার মনসুর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-অধ্যাপক জিলতুর আর খান, ভাইস প্রেসিডেন্ট-আবুল খান (নিউ হ্যামশায়ার), মো. আলী হোসেন (আটলান্টা), এ কে এম ফজলুল হক (নিউইয়র্ক), শেরশাহ মিজান ( হাডসন, নিউইয়র্ক), মোস্তফা কামাল পাশা মানিক (নিউইয়র্ক), হাজী মো. জাফরউল্লাহ এবং সাবের হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক-আব্দুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক-আরিফুল ইসলাম এবং আব্দুল মতিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক-জিয়া করিম (মেরিল্যান্ড), উপ-সাংগঠনিক সম্পাদক-আশরাব আলী খান লিটন, দপ্তর সম্পাদক-এ টি এম রানা, প্রচার সম্পাদক-আলমগীর কবীর, উপ-প্রচার সম্পাদক-আবুল কাশেম, কোষাধ্যক্ষ-হাজী আব্দুল বাতেন, আন্ত্মর্জাতিক সম্পাদক-কামাল হোসেন মিঠু, উপ-আন্তর্জাতিক সম্পাদক-আব্দুল বারি মৃধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-এ টি এম মাসুদ খান, পরিবেশ সম্পাদক-মো. মুরাদ।
নির্বাহী সদস্যরা হলেন – লাবলু আনসার, রাশেদ আহমেদ, ড. আতিয়ার রহমান (মেরিল্যান্ড), ইদ্রিস আলম, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, আবুল বাশার ভূঁইয়া, মোহাম্মদ ইরান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ (ফ্লোরিডা), মোবস্বির হোসেন, গোলাম মোস্ত্মফা (ভার্জিনিয়া), আমিনুর রশীদ পিন্টু (নিউজার্সি), আবিদ রেজা (আলবেনী), ড. আবুল কালাম আজাদ(আলবেনী), শাহ আলম মজুমদার (ডিসি), ড. সুলতান সালাহউদ্দিন (ফ্লোরিডা), নাজিমউদ্দিন, এডভোকেট আনিসুর রহমান (ডিসি), ড. গোলাম মোমত্মফা (পেনসিলভেনিয়া), জীবক বড়ুয়া (ভার্জিনিয়া), মো. আবুল কাশেম, মোহাম্মদ শাকিল, মো. কামরম্নল ইসলাম, শুভ রায়, মোহাম্মদ দুলাল, রিদওয়ান বারি, জাহাঙ্গির আলম এবং মোহাম্মদ সিদ্দিক (ফরহাদ)।
নবগঠিত এই কমিটির উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চলছে। আলোচনা, সেমিনার, র্যালি ইত্যাদি অনুষ্ঠিত হবে বিভিন্ন স্থানে। ইতিমধ্যেই ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে এ বর্ষের আলোকে গণ-প্রচারণা শুরু হয়েছে দেশ ও প্রবাসের শীর্ষস্থানীয় গণমাধ্যমে। এছাড়া, মুজিববর্ষ উপলক্ষে যেখানেই অনুষ্ঠান হবে সেখানেই সহায়তা থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক।